15 March 2020

করোনাভাইরাস নিয়ে কিছু কথা।

করোনা ভাইরাস নিয়ে কিছু কথা।



করোনা ভাইরাস নিয়ে কিছু কথা।
আমরা যারা অনেকেই মনে করছি এই ভাইরাস আমাদের দেশে ছড়াবেনা বা ছরালেও তেমন খতি হবেনা এই চিন্তা একেবারেই ভুল।
করোনা আমাদের দেশে ছড়াবে আর এটাই বাস্তব।
তবে হে আমরা পারবো এটাকে দ্রুত ছড়ানোরোদ করতে। যদি আমরা মাস্ক ব্যবহার করি, নিয়মিত হাতদোই (ঘন্টায় ১বার ২০ সেকেন্ডে করে) এবং অন্যের সাথে শারিরিক স্পর্শ থেকে দূরে থাকি তাহলে।মনে রাখবেন আমাদের দেশে যখন ছড়াবে তখন আপনি কোন ডাক্তারকে কাছে পাবেন না৷ সরকার বা বেসরকারি কোন জনগোষ্ঠীকে আপনি কাছে পাবেন না।চিনে সামাজিক যোগাযোগ সাইট যেমন ইউটিউব, টুইটার, ফেজবুক সরকার বন্দ করে দিছে আগে থেকেই আর ওইচ্যাটও এখন বন্দ।তারপরো কিছু ভিডেও শেয়ারিং হয়েছিল (ভিপিয়েন দিয়ে করেছিল) যা ভাইরাল হয়েছিল। সেই ভিডিওয়ে আমরা দেখেছি জিবিত করোনাভাইরাস ধারিকে কালো বেগে জিপ আটকিয়ে রাখে (নরছিল তখন) এবং জিবিত আগুনে জালানো হয়। সাপ দেখলে আমরা যেভবে লাঠি নিয়ে যাই তেমনি করোনাভাইরাস ধারিকে দেখলে এভাবেই ওরা ধরে রাস্তায় বেরহলে।
আমাদের দেশে তাই ভাবুন কি হবে যদি ছড়ায়।
আমি কিছু এড্রেস দিচ্ছি দেখুন আর সাবধান হউন এখনি এই ভাইরাস থেকে। লাইভ এড্রেস দিচ্ছি সেখানেও দেখবেন করোনাভাইরাস এর আপডেট। অসুস্থ হলে ডাক্তারের কাছে নাগিয়ে আমরা যদি ঘরে বসে বুজতে পারতাম তাহলে এর ছড়ানো আরো রক্ষা পেতো।
তবে সবাই নামাজ পড়ে দোয়া করি যাতে এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে। (আমিন)





Live update: https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html



[embed]https://twitter.com/i/status/1223639844829769734[/embed]
Woman Says Coronavirus Patients Cremated Alive | NTD

[embed]https://youtu.be/DU5Vu7XBpzg[/embed]

China Is Censoring Coronavirus Stories. These Citizens Are Fighting Back. | NYT News

[embed]https://youtu.be/m5fsidSOJMw[/embed]

Watch: What Happened To Coronavirus Victim In China | Voicetv Nigeria


[embed]https://youtu.be/k3YvIiDFKF0[/embed]

[embed]https://twitter.com/i/status/1221365611508293632[/embed]

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search