About Me



আরিফ মাহমুদ

বাংলাদেশের আইটি সাপোর্ট বিডি এবং বিডিঅল্ড এর প্রতিষ্ঠাতা
আরিফ মাহমুদ বা আরিফ মাহমুদ প্রান্ত  (ইংরেজি: Arif Mahmud Pranto; জন্ম: ৮ অক্টোবর, ১৯৮৮) একজন বাংলাদেশী ওয়েব ডেভেলপার, আইটি স্পেশালিস্ট, প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম আরিফ মাহমুদ প্রান্ত । অনলাইনে প্রায় সব জায়গায় তার ইউজারনেম pranto48 যার আসল পরিচিতি হল itsupport.com.bd ওয়েবসাইট প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে itsupport.com.bd প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। আরিফ এবং তার কয়েকজন সহকর্মি মিলে ২০১৮ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি ইন্টারস্টফ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই আরিফ বিয়ে করেন।

প্রারম্ভিক জীবন…

১৯৮৮ সালে চাঁদপুরে ষাটনল গ্রামে আরিফ মাহমুদের নানার ঘরে জন্ম নেন আরিফ মাহমুদ।আরিফ মাহমুদ এর দুই ভাই রয়েছে, সৈকত এবং হিমেল। আরিফ একজন মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন এবং বর্তমানেও তিনি নিজেকে একজন মুসলমান হিসেবেই বর্ণনা করেন।
শরিফ উল্লাহ হাই স্কুলে আরিফ মাহমুদ এস এস সি এবং তুলারাম কলেজ থেকে এইচ এস সি পাশকরেন। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি অনলাইনে অনেকে কোর্সে পরিক্ষা দিয়েছেন । সেখানে তিনি ইনফরমেশন টেকনোলজির উপরে ভালো মেধা অর্জন করেন।। তিনি অফলাইন অনলাইন গেম খেলতে পছন্দ করেন।

Services

  1. Website Design
  2. Website Tune-Up
  3. Accessibility Audits
  4. Usability Tests (UX)
  5. Content Writing
  6. Online Strategy
  7. Project Plans (IA)
  8. Social Marketing

Experience

I am a freelancer and self-taught Web professional with 4 years of experience in the field. And while I work in the web industry, I’m also skilled in web development.

Education

I graduated college with a Narayanganj govt. tolaram college and পা. Using this unique background I’ll improve websites with your clients in mind.

Languages

  1. (x)HTML
  2. XML
  3. CSS
  4. VB.NET
  5. WinHelp
  6. JavaScript
  7. PHP & mySQL
  8. SWiSHMax

Community

Facebook.com/pranto48
পরিবারঃ 
আরিফ মাহমুদ এর বাবার নাম আব্দুর রশিদ (মুকুল) এবং মায়ের নাম মোসাম্মদ আরেফা খাতুন।
তার দুই ভাই (১) তরিকুল ইসলাম সৈকত (২) সাইদুল ইসলাম হিমেল।
আরিফ মাহমুদ বিয়ে করেন ২০১৩ সালে এবং তার স্ত্রীর নাম বেনু এবন তার দুই ছেলে (১) আব্দুল্লাহ আল ফাহাদ (অবাক) (২) বাইয়ান আল আরাবি।
পেশাঃ 
আরিফ মাহমুদ পেশায় আই.টি সেক্টরে কাজ করেন ২০১২ সাল থেকে। অনলাইন নেটওয়ার্ক সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা আছে। অনলাইন সিকিউরিটি বিষয়ে তার আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা আছে।
বাসস্থানঃঃ
আরিফ মাহমুদ ১৯৯৩ সালে নারায়ণগঞ্জ ছারেন তারপর চাঁদপুরে তার নিজ গ্রামের বাড়িতে এবং ২০০০ সালে ঢাকা মিরপুরে আসেন।সেখান থেকে ২০১২ সালে আবার নারায়ণগঞ্জ এবং বর্তমানে ২০১৩ সাল থেকে গাজিপুরে থাকেন।

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search