23 March 2020

করোনা ভাইরাস কি ?


করোনা ভাইরাস কি ?


করোনা কোনো সাধারণ ভাইরাস না।
এটি এমন একটি ভাইরাস যা প্রথমে আপনার ফুসফুসকে খেতে শুরু করে যাকে বলে (এসএআরএস) এবং সাথে সাথে আপনার কিডনি। এটি শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ঘটিয়ে আরো মারাত্মক রোগ যা কিনা এতদিন অপার শরিলে ছিল কিন্তু আপনাকে তেমন ক্ষতি করতে পারেনাই সেই সব রোগকে আবার সুযোগ করে দেয় যার ফলে আপনার অনেকেই মারা যায়।যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি তাদের কম হয় আর যাদের রোগ প্ৰতিৰোধ ক্ষমতা কম তাদের শেষ করে দেয়। আমরা যারা এখনো এটাকে সাধারণ ফ্লু মনে করছি তারা সাবধান হয়ে যাই । মনে রেখো এইরোগের ওষুধ নাই এবং করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা দূরেথাক মারাগেলেও কেউ মাটি দিতে এগিয়ে আসবেনা। কারণ এখনতো কম আক্তান্ত আমাদের দেশে , যখন বাড়বে তখন আমাদের ভিতর আরো আতংক আসবে। আর এটাই সত্য। তাই এৰাই এখনো সময় আছে আতংকিত নাহয়ে সচেতন হয়। অতি প্রয়োজন ছারা বাহিরে যাবনা আমরা। হাত দোবো , মাস্ক পরবো , আর অন্যানদের থেকে অন্তত ৩ফিট দূরে থেকে কথা বলবো।
আল্লাহ আমাদের এই রোগ থেকে রক্ষা করুক। (আমিন)

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search